সেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সম্পদ মূল্য বেড়েছে ৮০ পয়সা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি ননলাইফ বীমা কোম্পানি সেন্টাল ইন্স্যুরেন্সের ২০১৬ সালে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮৩ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ২২ টাকা ১০ পয়সা এবং ২০১৪ সালে যার পরিমাণ ছিল ২১ টাকা ২১ পয়সা। আজ ২৬ এপ্রিল বুধবার কোম্পানিটির এ সংক্রান্ত রেকর্ড ডেট চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত এক মাসের শেয়ার লেনদেনের চিত্রে দেখাযায় কোম্পানিটির শেয়ার প্রতি দাম বেড়েছে ৬ বার এবং কমেছে ১৫ বার। একই ভাবে গত তিন মাসের লেনদেনে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩১ বার এবং কমেছে ৩৪ বার। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের মূল্য সীমা ছিল সর্বনিম্ন ১৪ টাকা এবং সর্বচ্চ ২৬ টাকা ৫০ পয়সার।
কোম্পাানিটির মোট ৪ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৮৫৭টি শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে রয়েছে ১ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৭৯২টি বা ৪৪.৪৩ শতাংশ, সরকারের রয়েছে ৪৭ লাখ৬৬ হাজার ৫৮৩টি বা ১০.৬৩ শতাংশ, প্রতিষ্ঠানের রয়েছে ৪৪ লাখ ৮৪ হাজার ৮৫টি বা ১০ শতাংশ এবং সাধারণ জনগণের রয়েছে ১ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার ৩৯৫টি শেয়ার বা ৩৪.৯৪ শতাংশ।
২০১৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭২ টাকা, গত বছরে যার পরিমাণ ছিল ১.৫৪ টাকা এবং ২০১৪ সালে যার পরিমাণ ছিল ২.২১ টাকা।
বর্তমান শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দশমিক ৯০ পয়সা। ৩য় প্রান্তিকে কোম্পানিটির মোট কম্প্রিহেন্সিভ আয় ৬ কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকা।
এ বছর কোম্পানিটির কর পরবর্তি মুনাফা ১২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা গত বছর যার পরিমাণ ছিল ১২ কোটি ৪৩ লাখ টাকা এবং ২০১৪ সালে যার পরিমাণ ছিল ১১ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
৩য় প্রান্তিকে কোম্পানিটির নীট সম্পদের পরিমাণ ১০১ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার টাকা গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯৮ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার টাকা।
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছর যার পরিমাণ ছিল ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস। ২০১২ সালে লভ্যাংশ পরিমাণ ছিল ১০ শতাংশ, ২০১৩ সালে ছিল ৮ শতাংশ ২০১২ সালে ১২ শতাংশ এবং ২০১১ সালে ছিল ১৫ শতাংশ।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৪ জুন বেলা ১১টায় রাজধানী ঢাকার ফার্মগেট কৃষি খামার সড়কে, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়াম হলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আজ ২৬ এপ্রিল বুধবার কোম্পানিটির এ সংক্রান্ত রেকর্ড ডেট চলছে। এ কারণে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে আজ। আগামী কার্যদিবস থেকেই আবার স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানিটির শেয়ার লেনদেন।