৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। আজ বৃহস্পতিবার (২৪ জুন, ২০২১) বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

আগামী ২৪ অগাস্ট কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশের অনুমোদন নিতে হবে। এ জন্য ২৬ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। সাধারণ সভায় অনুমোদন পেলে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা পাবেন ৪ টাকা।

পপুলার লাইফের ২০২০ অর্থ বছরে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৭৭ পয়সা। তাদের শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০৮ টাকা ৯০ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। এর আগে ২০১৯ সালে তাদের শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৮২ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ৩০২ টাকা ৮০ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ২১ টাকা ১২ পয়সা।