২১ তম বার্ষিক সাধারণ সভা
গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন
ডেস্ক রিপোর্ট: গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডে ২১তম বার্ষিক সাধারণ সভাগত ১৪ আগস্ট ডিজিটাল প্লাটফরমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। আজ বৃহস্পতিবার কোম্পানি সচিব মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্লোবাল ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারহোল্ডারগণ ২০২০ সালে কোভিড-১৯ সত্ত্বেও সব সূচকে উন্নয়ন করার জন্য সন্তোষ প্রকাশ করেন।কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় কোম্পানির পরিচালকবৃন্দসহ ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সিনিয়র কনসালট্যান্ট এবিএম নুরুল হক, কোম্পানি সচিব মো. ওমর ফারুকসহ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ ডিজিটাল প্লাটফরমে উপস্থিত ছিলেন।