গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭% লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দিয়েছে বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০০৮, ২০০৯, ২০১০ এবং ২০১১ সালে গ্লোবাল ইন্স্যুরেন্স বিনয়োগকারীদের লভ্যাংশ হিসেবে ১০ শতাংশ করে বোনাস শেয়ার দিয়েছে। ২০১২ সালে এই লভ্যাংশ দেয়ার পরিমাণ ছিল ১২ শতাংশ। এরপর ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালের জন্য আবার ১০ শতাংশ করে বোনাস লভাংশ দেয়া হয়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৭ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছিল। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আজ ৪ জুন বেলা ১১টায় রাজধানী ঢাকার পুরানা পল্টনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সারানিতে অবস্থিত ফার্স হোটেল অ্যান্ড রিসর্টসে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ১ টাকা ৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৪৮ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ ৪৬ দশমিক ৬১ শতাংশ। একইভাবে কোম্পানিটির ২০১৪ সালে ইপিএস এর পরিমাণ ছিল ১ টাকা ১৫ পয়সা।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ২৮ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ১২ টাকা ৯১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলণায় সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ কমেছে ৬৩ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ ৪ দশমিক ৮৮ শতাংশ। একইভাবে কোম্পানিটির ২০১৪ সালে শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ১৩ টাকা ৭ পয়সা। এবং গত এক বছরে কোম্পানিটির শেয়ারের মূল্য সীমা ছিল ১০ টাকা থেকে ২৩ টাকা ৪০ পয়সা।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৪ পয়সা, গত বছরে যার পরিমাণ ছিল ১ টাকা ১৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ কমেছে ৯৯ পয়সা। শতকরা হিসেবে যার পরিমাণ ৮৭ দশমিক ৬২ শতাংশ।
কোম্পানিটির মোট ৩ কোটি ২৭ লাখ ৩৮ হাজার ৪৪৬টি শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে রয়েছে ১ কোটি ১৭ লাখ ১৭ হাজার ৮৯টি বা ৩৫ দশমিক ৭৯ শতাংশ, প্রতিষ্ঠানের রয়েছে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৩৮২টি বা ৩৪ দশমিক ৩৪ শতাংশ এবং সাধারণ জনগণের রয়েছে ৯৭ লাখ ৭৮ হাজার ৯৭৩টি শেয়ার বা ২৯ দশমিক ৮৭ শতাংশ।