রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১% নগদ লভ্যাংশ ঘোষণা
সংবাদ বিজ্ঞপ্তি: ২০২২ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। রোববার (২৩ জুলাই) কোম্পানির ১৮৪তম বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাহফুজুর রহমান এমপি। পরিচালনা পর্ষদের সদস্যগণ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তা এবং কোম্পানি সচিব প্রমুখ সভায় অংশ নেন।
সভায় ২০২২ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয় এবং শেয়ার হোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। আগামী ১৭ আগস্ট রেকর্ড ডেট এবং ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে কোম্পানির ২৩তম বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়।