আলফা ইসলামী লাইফের ইস্যু ম্যানেজার নিয়োগ
সংবাদ বিজ্ঞপ্তি: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে তহবিল সংগ্রেহর জন্য সম্প্রতি মার্চেন্ট ব্যাংক স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই চুক্তির আওতায় মার্চেন্ট ব্যাংক স্ট্র্যাটেজিক ফাইন্যান্স ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে কোম্পানির চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সাঈদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি এবং শেয়ার ও বিনিয়োগপ্রধান রুবেল চন্দ্র পাল উপস্থিত ছিলেন।
স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের পক্ষে পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, স্ট্র্যাটেজিক হোল্ডিংসের গ্রুপ সিইও এহসানুল কবির, ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার চক্রবর্তী, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কবির সাদিক উপস্থিত ছিলেন।