ন্যাশনাল লাইফের ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ মঙ্গলবার কোম্পানীর নিজস্ব ভবন এনএলআই টাওয়ারে অনুষ্ঠিত ৩২তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।
সভায় ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে শেষ হওয়া বছরের জন্য শেয়ারহোল্ডারগণের সম্মতিতে ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনস লভাংশ অনুমোদন দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এর আগের বছর ২০১৫ সালে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস এবং ২০১৪ সালে ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছিল।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থানরত ন্যাশনাল লাইফের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭৯ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের পরিমাণ ৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ২০৯টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৩.৫০ শতাংশ, প্রতিষ্ঠানের ৪০.৪৬ শতাংশ এবং সাধারণ জনগণের রয়েছে ৬.০৪ শতাংশ শেয়ার।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ৩৯ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা। আর (জানুয়ারি-জুন ১৭) বা প্রথম ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ১২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। জুন মাস শেষে কোম্পানিটির মোট তহবিল দাঁড়িয়েছে ৩ হাজার ২৫১ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা।
৩২তম সাধারণ সভায় অংশ নেয়া বিনিয়োগকারীরা কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি উপস্থিত শেযারহোল্ডারদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানীর অগ্রযাত্রা অব্যাহত রাখার বলে আশাবাদ ব্যক্ত করেন।
অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, ভাইস-চেয়ারম্যান কাজী মাহমুদা জামান। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর কবির এফসিএ, মতিউর রহমান, নাদের খান, আলহাজ্ব কে এম হাবীব জামান, মজিবুর রহমান, সফিকুর রহমান টিটু, মোঃ ইমরুল আলম, মোহাম্মদ হারুন পাটোয়ারী ও এস এম শামসুল আরেফিন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের, ডিএমডি খসরু চৌধুরী, ডিএমডি মোঃ কাজিম উদ্দিন, সিএফও প্রবীর চন্দ্র দাস এসিএ ও কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।