মমতাজ বেগম এমপি’র মেয়াদোত্তর বীমার চেক হস্তান্তর করলো সানলাইফ
 ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একক বীমা প্রকল্পের গ্রাহক মিসেস মমতাজ বেগম এমপি’র মেয়াদোত্তর বীমা দাবির ১৭ লাখ ২৫ হাজার ৬৮৮ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম শরীফুল ইসলাম সম্প্রতি এ চেক হস্তান্তর করেন।
ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একক বীমা প্রকল্পের গ্রাহক মিসেস মমতাজ বেগম এমপি’র মেয়াদোত্তর বীমা দাবির ১৭ লাখ ২৫ হাজার ৬৮৮ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম শরীফুল ইসলাম সম্প্রতি এ চেক হস্তান্তর করেন।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) ও কোম্পানি সচিব মোঃ রবিউল আলম এসিএস এবং মতিঝিল সার্ভিস সেন্টারের ইনচার্জ ও জুনিয়র এএমডি (উন্নয়ন) কাজী মোঃ বশির উল্লাহ প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)
এই বিভাগের অন্যান্য খবর
                                                    
                                    
                                    
                                    
                                    
                
                
            সর্বাধিক পঠিত
১
                    
                  
 (1).gif)



 
                 
                             
                             
                             
                            .jpg) 
                            