জেনিথ ইসলামী লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উন্নয়ন সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ের মিটিং রুমে সোমবার এ সভা আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান সাবেক এমপি মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। সভায় সভাপতিত্ব করেন মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান। সারাদেশ থেকে আগত ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।