কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের আনন্দ ভ্রমন ৪ মে

ডেস্ক রিপোর্ট: ২০১৭ সালে ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে আনন্দ ভ্রমন ও উন্নয়ন সম্মেলন-২০১৮ আয়োজন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আগামী ৪ মে কক্সবাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীসহ সারাদেশ থেকে শতাধিক ব্যবসা সফল কর্মী-কর্মকর্তা এ আনন্দ ভ্রমন ও উন্নয়ন সম্মেলনে অংশ নেবেন। কক্সবাজারে হোটেল সী প্যালেসে এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে।