সাউথইস্ট ইউনিভার্সিটি ছাত্রের মৃত্যুতে জেনিথ লাইফের গ্রুপ বীমা দাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: দুর্ঘটনায় নিহত সাউথইস্ট ইউনিভার্সিটি ছাত্র মোঃ আলী অনিম'র গ্রুপ বীমার দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সোমবার এ চেক হস্তান্তর করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ'র ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ তারিক-আল-জলিলের হাতে বিশ্ববিদ্যালয়টির গ্রুপ বীমার আওতায় ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের এক্সিকিউটিভ ডাইরেক্টর ও হেড অব আইটি খান আবু রুশদ।
এ সময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির কন্ট্রোলার অব ফাইন্যান্স এন্ড একাউন্টস মোঃ ওয়াদুদ আহমেদ এফসিএ এবং জেনিথ ইসলামী লাইফের এজিএম ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মোঃ আনোয়ার হোসেন সরকার প্রমুখ।