নোয়াখালীর চন্দ্রগঞ্জে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর চন্দ্রগঞ্জ সার্ভিসিং সেন্টারে উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
বীমা পেশায় সফল হতে সন্দুর পরিকল্পনা জরুরি বলে মন্তব্য করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান। তিনি বলেন, শুধু পরিকল্পনা থাকলেও হবে না। পরিকল্পনা বাস্তবায়নে চাই কঠোর পরিশ্রম। সফলতার জন্য আত্মবিশ্বাসও থাকতে বলেও জানান মূখ্য নির্বাহী।
কোম্পানির সিনিয়র এ এম ডি ও নোয়াখালী ইনচার্জ মোঃ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডি এম ডি হাসান খান (রিপন), ইভিপি মোঃ ফারুক হোসেন, ইভিপি মোঃ বিল্লাল হোসেন। এ ছাড়াও সভায় কোম্পানির স্থানীয় কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।