বিআইপিডি'তে লিডারশিপ ডেভেলপমেন্ট শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)-এ লিডারশিপ ডেভেলপেমন্ট শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী এ ওয়ার্কশপ গত ২৬ এপ্রিল বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রিসোর্স পারসন হিসেবে ওয়ার্কশপটি পরিচালনা করেন মোঃ মতিয়ার রহমান, মোঃ নাজমুল হক, জি.সামাদানী ডন, এএইচ মোস্তফা কামাল খান, মোঃ কুদ্দুস খান, এবিএম নূরুল হক এবং কাজী মোরতুজা আলী। অংশগ্রহনাকরীদের মধ্যে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স, নন-লাইফ ইন্স্যুরেন্স এবং এনজিও থেকে ২০জন উচ্চপদস্থ কর্মকর্তা ওয়ার্কশপটিতে অংশ নেন। এএইচ মোস্তফা কামাল খান, মোঃ কুদ্দুস খান এবং বিআইপিডির মহাপরিচালক কাজী মোঃ মোরতুজা আলী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।