জেনিথ ইসলামী লাইফের সাথে সোস্যাল ইসলামী ব্যাংক হাসপাতালের চুক্তি

ডেস্ক রিপোর্ট: বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাথে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে সোস্যাল ইসলামী ব্যাংক হাসপাতাল। আজ মঙ্গলবার বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তি স্বাক্ষরের ফলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পলিসি হোল্ডার, কর্মকর্তা/কর্মচারী ও তাদের ওপর নির্ভরশীলগণ সোস্যাল ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান ও সোস্যাল ইসলামী ব্যাংক হাসপাতালের পক্ষে ডেপুটি ডাইরেক্টর ডা. ক্যাপ্টেন অব. যোবায়ের মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের অবলিখন বিভাগের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সহকারী মহা ব্যবস্থাপক (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার ও ব্যবস্থাপক (অভ্যন্তরীণ নিরীক্ষা) মো. আবদুর রহমান।

অন্যদিকে সোস্যাল ইসলামী ব্যাংক হাসপাতালের পক্ষে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার এন্ড হেড অব মার্কেটিং রিয়াজুল মাহমুদ (রিয়াজ), এক্সিকিউটিভ মার্কেটিং মো. মেহেদি হাসান প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)