সংগঠন প্রধানদের নিয়ে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা
ডেস্ক রিপোর্ট: সংগঠন প্রধানদের নিয়ে মাসিক (মে, ১৮) ব্যবসা উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ রোববার কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ও সাবেক এমপি মিসেস ফরিদুন্নাহার লাইলী। সভায় সভাপতিত্ব করেন মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান।
চলতি মে মাসের এ উন্নয়ন সভায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ থেকে কোম্পানির সিনিয়র কর্মকর্তারা অংশগ্রহণ করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)