খাগড়াছড়িতে ফারইষ্ট লাইফের ২২ লাখ টাকা বীমা দাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়িতে ২২ লাখ টাকা মৃত্যুদাবি ও মেয়াদোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। শুক্রবার মাটিরাঙ্গা অফিসের উদ্যোগে জল পাহাড় শিল্পকলা একাডেমিতে এসব চেক হস্তান্তর করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।
জেইভিপি এম খোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। প্রধান আলোচক ছিলেন কোম্পানির এসভিপি ও ইস্টার্ন রিজিওনের ইনচার্জ আব্দুল হালিম, বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. কামাল হোসাইন।
অনুষ্ঠানে ফারইষ্ট ইসলামী লাইফের বীমা গ্রাহক ও খাগড়াছড়ি জেলার শিক্ষা অফিসার মরহুম মনজুরুল হক চৌধুরীর নমিনি রেহেনা আক্তার চৌধুরীর হাতে মৃত্যুদাবি বাবদ ১ লাখ ৪৪ হাজার ১৭২ টাকার চেক হস্তান্তর করা হয়। গ্রাহকের বীমা অংক ছিল ১ লাখ টাকা। বাকী ১০ জনের মেয়াদোত্তর বীমার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে কোম্পানির স্থানীয় সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।