পপুলার লাইফের ১৭তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা শুরু

ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ১৭তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ভলিবল স্টেডিয়াম ঢাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ইফাদ গ্রুপ'র ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ টিপু।

মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান পুলিশ সুপার (সিআইডি) সৈয়দা জান্নাত আরা'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এছাড়া ফেডারেশনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকল ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মোট ১২টি দল নিয়ে ১৭তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হবে। (সংবাদ বিজ্ঞপ্তি)