এম আহসানুল হক আইএএ'র সায়েন্টিফিক কমিটির সদস্য মনোনিত
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল একচ্যুয়ারিয়াল এসোসিয়েশন (আইএএ)'র সায়েন্টিফিক কমিটির সদস্য মনোনিত হয়েছেন বাংলাদেশের এম আহসানুল হক। গত ৩-৮ জুন জার্মানির রাজধানীর বার্লিনে অনুষ্ঠিত ৩১তম একচ্যুয়ারিয়াল বিশ্ব কংগ্রেসে তিনি কমিটির মর্টালিটি ওয়ার্কিং গ্রুপের সদস্য মনোনিত হন।
একচ্যুয়ারি পেশার দীর্ঘ ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে এম আহসানুল হক এ সম্মানের অধিকারী হলেন। তিনি বাংলাদেশসহ বিশ্বব্যাপী একচ্যুয়ারি পেশার পেনশন-এমপ্লয়ি বেনিফিট ও স্বাস্থ্য বীমা সম্পর্কিত মর্বিডিটি-মর্টালিটি গবেষণা, শিক্ষা-প্রশিক্ষণসহ সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন।
১৮৯৫ সালে বিশ্বব্যাপী একচ্যুয়ারিয়াল পেশাজীবী সংস্থাগুলোর সম্মিলিত সংস্থা হিসেবে ইন্টারন্যাশনাল একচ্যুয়ারিয়াল এসোসিয়েশন বা আইএএ সৃষ্টি হয়। ১১৯টি দেশের প্রায় ৬০ হাজার সতন্ত্র একচ্যুয়ারি এ সংস্থার সদস্য। ২০১০ সালে বাংলাদেশ এর সহযোগী সদস্যপদ লাভ করে।
আন্তর্জাতিক একচ্যুয়ারিয়াল পেশার নীতিনির্ধারণী অনুষ্ঠানকে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব একচ্যুয়ারিস (আইসিএ) বলা হয়। রীতি অনুযায়ী সাধারণত প্রতি ৪ বছর পরপর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৮৯৫ সালে প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় বেলজিয়ামে এবং আগামী ২০২২ সালে ৩২তম কংগ্রেস অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। (সংবাদ বিজ্ঞপ্তি)