জেনিথ ইসলামী লাইফের অডিট কমিটির ১২তম সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অডিট কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।
অডিট কমিটির চেয়ারম্যান আলী আজীম খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মিসেস ফরিদুন্নাহার লাইলী, পরিচালক মোঃ আবদুল জলীল, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান, মহা ব্যবস্থাপক ও কোম্পানি সচিব আবদুর রহমান, মহা-ব্যবস্থাপক (অভ্যন্তরীণ নিরীক্ষা) কে এম মনিরুজ্জামান, উর্ধ্বতন উপ-মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) ফারুক আহমেদ প্রমুখ।