রিলায়েন্স ইন্স্যুরেন্সের এজিএম ৩০ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ এপ্রিল পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদনে ৩০ এপ্রিল রাজধানী ঢাকার গুলশান-২ এ লেক শোর হোটেলের লা-ভিটা হলে বার্ষিক সাধারণ সভা আয়োজন করবে।
১৯৯৫ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল শেয়ারহোল্ডারদের।
২০১১ সালে লভ্যাংশ দেয় ১৫ শতাংশ, ২০১২ সালে ১০ শতাংশ এরপর ২০১৩, ১৪ এবং ১৫ সালে ১৫ শতাংশ করে লভ্যাংশ দেয় কোম্পানিটি। তবে ২০১৫ সালের জন্য ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয় কোম্পানিটি।
১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭৯ কোটি। কোম্পানির মোট শেয়ারের সংখ্যা ৭ কোটি ৯০ লাখ ৯ হাজার ৮২টি।