সিনিয়র কর্মকর্তাদের নিয়ে কুয়াকাটায় জেনিথ লাইফের উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: সারাদেশের ব্যবসা সফল সিনিয়র কর্মকর্তাদের নিয়ে বিশেষ উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গতকাল বুধবার সাগরকন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির জিএম (অবলিখন ও কাস্টমার সার্ভিস) মোহাম্মদ শাহাদাত হুসাইন, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব মো. আনিছুর রহমান কচি। সভা পরিচালনা করেন কোম্পানির এসইভিপি ও বরিশাল সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. মোশারফ হোসেন মজনু।

আরো বক্তব্য রাখেন কোম্পানির এসইভিপি ও রাজশাহী সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. সৈয়বুর রহমান, এসইভিপি ও নাটোর সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. হাবিবুর রহমান, এসইভিপি ও বাগাতিপাড়া সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. মাসুদ, এসইভিপি ও মাগুড়া সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, এসইভিপি ও দিনাজপুর সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. আনছারুল ইসলাম, এসইভিপি ও রংপুর সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. এনামুল হক, এসইভিপি আনোয়ার শহাদাত টুটুল ও শাজিব আলী।