ডেল্টা লাইফের উন্নয়ন কর্মকর্তা ও কর্মীদের প্রীতি সম্মেলন
ডেস্ক রিপোর্ট: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাঠ পর্যায়ের অর্ধবার্ষিক সময়ে সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীদের সমন্বয়ে প্রথমবারের মতো 'কফি উইথ সিইও' নামে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।
কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান, এসিআইআই (ইউকে) এ উপলক্ষ্যে সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন এবং কোম্পানির ব্যবসার প্রবৃদ্ধির হার বাড়াতে এবং লাইফ বীমা শিল্পে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন।
তিনি নতুন প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের পরিকল্পনা সম্পর্কেও আলোকপাত করেন এবং কোম্পানির ফেসবুক পেইজ উন্মোচন করেছেন।
উক্ত অনুষ্ঠানে কোম্পানির চীফ মার্কেটিং অফিসার বিনীত আগরওয়াল গ্রাহকের দৃষ্টিতে ডেল্টা লাইফ এবং নতুন প্রজন্মের কাছে বীমা বিক্রয়ের গুরুত্ব ও বিক্রয় কৌশল সম্পর্কে অবহিত করেন।
কফি উইথ সিইও অনুষ্ঠানে কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি ডেল্টা লাইফের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানটিতে ডেল্টা লাইফ এবং আইডিএলসি এসেট ম্যানেজমেন্টের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের আওতায় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর দাপ্তরিক কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।