এন্টি মানি লন্ডারিং বিষয়ে আলফা ইসলামী লাইফে প্রশিক্ষণ
ডেস্ক রিপোর্ট: এন্টি মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গত ২৮ জুলাই কোম্পানির প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।
কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আপেল মাহমুদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ সঞ্চালনা করেন এসইভিপি ও হেড অব এইচআর এন্ড এডমিন এম সালাহ উদ্দিন এবং সিএএমএলসিও। দিনব্যাপী এ প্রশিক্ষণে সিসিই, ইউএএমএলসিও এবং সকল পর্যায়ের কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
এতে এন্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ পরিপালন বিষয়ক ভূমিকা ও নীতিমালা সম্পর্কিত আলোচনা, গ্রাহক নির্বাচন ও গ্রাহক পরিচিতি, লেনদেন মনিটরিং ও সন্দেহজনক লেনদেন সম্পর্কিত আলোচনা, রেকর্ড এবং প্রয়োজনীয় তথ্য/ দলিলাদি সংরক্ষণ বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
এসময় বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একযোগে কাজ করার আহবান জানানো হয়। ভবিষ্যতেও এ রকম প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং সিএএমএলসিও।