চার্টার্ড লাইফের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও এওয়ার্ড নাইট

ডেস্ক রিপোর্ট: পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও এওয়ার্ড নাইট উদযাপন করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। গত ২৯ জুলাই গুলশান ক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

কোম্পানির চেয়ারম্যান উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। আইডিআরএ'র সদস্যবৃন্দ, কোম্পানির ভাইস চেয়ারম্যান শাইখ সিরাজ, পরিচালকবৃন্দ, স্টেকহোল্ডার, প্রশাসনিক ও বিপণন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আইডিআরএ চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী ৪র্থ প্রজন্মের লাইফ বীমা কোম্পানি হিসেবে তাদের গ্রাহক সেবা ও ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বীমা শিল্পের ইমেজ সংকট কাটিয়ে উঠার ক্ষেত্রে চার্টার্ড লাইফ সব সময় অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে আইডিআরএ'র লক্ষ্য পূরণে সহযাত্রী হিসেবে পাশে থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কোম্পানির ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আই'র বার্তা প্রধান শাইখ সিরাজ, বীমা পেশার প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে এবং প্রশাসনিক ও বিপণন কর্মকর্তা-কর্মচারীদের তাদের স্ব-স্ব অবস্থান থেকে গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম তার বক্তব্যে দ্রুত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে বীমা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কোম্পানির গৃহীত বিভিন্ন পদক্ষেপেগুলো তুলে ধরেন এবং সকলের নিকট সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সবশেষে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।