ডেল্টা লাইফের সঙ্গে লাফার্জহোলসিম বাংলাদেশ'র গোষ্ঠী ও স্বাস্থ্য বীমা চুক্তি
ডেস্ক রিপোর্ট: লাফার্জহোলসিম বাংলাদেশ এর কর্মকর্তা কর্মচারীদের গোষ্ঠী ও স্বাস্থ্য বীমা সেবা দেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। গত মঙ্গলবার ডেল্টা লাইফের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
ডেল্টা লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে) এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা রাজেশ কে সুরানা স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বীমা চুক্তির অধীনে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যগণ গোষ্ঠী জীবন বীমা ও স্বাস্থ্য বীমার সুবিধা ভোগ করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।