জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিআইএফ'র আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মূখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) । রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সম্প্রতি এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বীমা কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। গেষ্ট অব অনার ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। বিআইএফ'র প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিআরএ'র সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড. এম মোশাররফ হোসেন এবং নির্বাহী পরিচালক কাজী মনোয়ার হোসেন, ড. শেখ মহঃ রেজাউল ইসলাম ও খলিল আহমদ। এ ছাড়াও বিআইএফ'র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মোঃ ইমাম শাহীন, এক্সিকিউটিভ মেম্বার পি কে রায়, এম এ খালেকসহ ফোরামের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।