জামালপুরে পপুলার লাইফের অর্ধ বার্ষিক সম্মেলনে ৪ কোটি টাকা দাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের জামালপুর জেলার অর্ধ-বার্ষিক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সরকারী ইসলামপুর কলেজ একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪ কোটি ২২ লাখ ৩৬ হাজার ১০২ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি এবং প্রধান বক্তা ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র পরিচালক (যুগ্ম সচিব) ফারুক আহম্মেদ, সরকারী ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ। কোম্পানির ডিএমডি ও প্রকল্প পরিচালকবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও এতে বক্তব্য রাখেন।