জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পপুলার লাইফের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০১৮ পালন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। এ উপলক্ষ্যে কোম্পানির সেমিনার কক্ষে সম্প্রতি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পপুলার লাইফ।

কোম্পানির চেয়ারম্যান হাসান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য কামাল উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, সাবেক যুগ্ম সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস প্রমুখ।