অর্ধ-বার্ষিক সম্মেলন-২০১৮
শরীয়তপুরে পপুলার লাইফের ৪ কোটি টাকা দাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরে ৪ কোটি ৭ লাখ ৬৩ হাজার ৬১২ টাকার বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি অর্ধ-বার্ষিক সম্মেলন-২০১৮ উপলক্ষ্যে শরীয়তপুর সদর পৌর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)'র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপদেষ্টা বি এম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম, মোঃ হাবিবুর রহমান ও মোঃ আবু তাহের প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)