জয়পুরহাটে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পপুলার ডিপিএস প্রকল্পের ৬৩ জন বীমা গ্রাহকের ১১ লাখ ৮২ হাজার ২৫৮ টাকা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি জয়পুরহাট সার্ভিস সেল কার্যালয়ে সুধী সমাবেশ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির পপুলার ডিপিএস প্রকল্পের জয়পুরহাট সার্ভিস সেল ইনর্চাজ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফের পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ।

এসময় নওগাঁ শাখা ব্যবস্থাপক জাকির হোসেন, আক্কেলপুর শাখা ব্যবস্থাপক রুবেল হোসেন, পাহাড়পুর শাখা ব্যবস্থাপক আব্দুল হাকিম, বটতলী শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন, কালাই শাখা ব্যবস্থাপক মোহসিন আলী, বড়াইল ইউনিট ম্যানেজার নূরুল ইসলাম, চৌমুহনী ইউনিট ম্যানেজার হাফিজার রহমান, চন্দনদিঘী ইউনিট ম্যানেজার তাজিম, অফিস সহকারী রাজু সরদার ও একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)