পপুলার লাইফের চেয়ারম্যান হাসান আহমেদ ফের সিআইপি নির্বাচিত

ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাসান আহমেদ এর ব্যবস্থাপনায় পরিচালিত পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড অন্য বছরের মতো এবারো কাঁচা পাট রফতানিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে হাসান আহমেদ সিআইপি (রফতানি) নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে তিনি সিআইপি কার্ড গ্রহণ করেন।

সিআইপি নির্বাচিত হওয়ায় পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীসহ কোম্পানির সব পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী তাকে অভিনন্দন জানিয়েছেন। (সংবাদ বিজ্ঞপ্তি)