পদ্মায় ক্ষতিগ্রস্ত পরিবারে ন্যাশনাল লাইফের সহায়তায় ত্রাণ বিতরণ

ডেস্ক রিপোর্ট: পদ্মার ভাঙ্গনে শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার গৃহহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজের ১৯৯৭ সালের এইচএসসি শিক্ষার্থীদের সংগঠন “ফোরাম ৯৭ ডেভেলপমেন্ট সোসাইটি”।

বেসরকারি লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও ফোরামের সদস্যদের যৌথ অর্থ সহায়তায় সম্প্রতি এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে ফোরামের সভাপতি ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ফোরামের সেক্রেটারি কামরুল হাসান সোহেল ও ফোরামের সদস্য শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র আলমগীর মৃধাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)