চন্দ্রগঞ্জ সার্ভিসিং সেন্টারে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর চন্দ্রগঞ্জ সার্ভিসিং সেন্টারে উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কোম্পানির এসএএমডি ও নোয়াখালী ইনচার্জ মো. আমির হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি হাসান খান রিপন। ইভিপি আবুল কাশেম ও ইভিপি মো. কামরুজ্জামান (হিরন) অনুষ্ঠানটি আয়োজন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভিপি রাব্বী এলাহী সজীব, জেইভিপি মো.আবু হানিফ, জেইভিপি মো.সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।