নাটোরে জেনিথ ইসলামী লাইফের প্রস্তুতি সভা
ডেস্ক রিপোর্ট: নাটোর রাজবাড়ীতে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের উন্নয়ন সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কোম্পানির নাটোর সার্ভিস পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম ও জিএম (অবলিখন ও কাস্টমার সার্ভিস) মোহাম্মদ শাহাদাত হোসাইন। এতে সভাপতিত্ব করেন কোম্পানির এসইভিপি ও ইনচার্জ মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী সার্ভিস পয়েন্ট ইনচার্জ সৈয়বুর রহমান, দিনাজপুর সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. আনছারুল ইসলাম, মাগুরা সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো.জাহাগীর আলম, জয়পুরহাট শাখা অফিস ইনচার্জ আব্দুল জলিল, বাগাতিপাড়া সার্ভিস পয়েন্ট ইনচার্জ গোলাম মরতুজা মাসুদ প্রমুখ।