প্রগতি লাইফের সাথে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের চুক্তি
ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল সাথে একটি করেপারেট চুক্তি সাক্ষর করেছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সকল গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীর চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা প্রদান করবে।
প্রগতি লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার এ কে এম সেলিমুল হক এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এর পরিচালক ও সিইও আল ইমরান চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন।
এ সময় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর মহা ব্যবস্থাপক (অপারেসন্স) এস এম জিয়াউল হক সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।