হবিগঞ্জে জেনিথ লাইফের মৃত্যু দাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের হবিগঞ্জ সার্ভিস পয়েন্টে ৫০ হাজার টাকার মৃত্যু দাবি চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান।
কোম্পানির এসইভিপি মো. জালাল মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চুনারুঘাট পৌরসভার মেয়র মো. নাজিম উদ্দিন শামসু, সমাজসেবক কাউসার উল গণি, হবিগঞ্জ সার্ভিস পয়েন্টের ইভিপি অ্যান্ড ইনচার্জ মো. চান মিয়া, জেলা পরিষদ মেম্বর ফরিদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ৫০ হাজার টাকার মৃত্যু দাবির চেক গ্রহণ করেন মৃত গ্রাহক রাবেয়া খাতুন এর মনোনিত নমিনী নুরুন্নাহার রুমা ও শামসুন্নাহার সুমা। (সংবাদ বিজ্ঞপ্তি)