মেহেরপুরে আঞ্চলিক সম্মেলন

রংপুরে ট্রাস্ট ইসলামী লাইফের বিভাগীয় সম্মেলন

ডেস্ক রিপোর্ট: বেসরকারি লাইফ বীমা কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে কোম্পানিটির আঞ্চলিক সম্মেলন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ।

সম্প্রতি রংপুর বিভাগীয় অফিসে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন। কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মিজান এবং এসএএমডি জেসমিন আক্তারসহ উর্ধ্বতন ও মাঠকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে গ্রাহক সেবায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে উদাহরণ হিসেবে দেখার আশা ব্যক্ত করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন। পরে তিনি গ্রাহক সেবার দ্রুতায়ন করার লক্ষ্যে রংপুর অফিসে কম্পিউটার রিসিট কার্যক্রম উদ্বোধন করেন।

মেহেরপুর অফিসে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনেও প্রধান অতিথি ছিলেন কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন। এ ছাড়াও কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মিজান এবং এসএএমডি মিজানুর রহমানসহ স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।