জেনিথ ইসলামী লাইফের সাতারকুল শাখার উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাতারকুল শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রতি এ শাখার উদ্বোধন করেন।
ইভিপি ও সাতারকুল শাখা অফিস ইনচার্জ সুফিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির এসইভিপি ও বাড্ডা মডেল সার্ভিস সেন্টার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ।