৬ষ্ঠ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার ময়নামতি সেনানিবাসে সম্প্রতি অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট- ২০১৮। এতে দেশের বিভিন্ন গলফ ক্লাব হতে ১১২জন গলফার অংশ গ্রহণ করেন।
টুর্নামেন্টের উদ্বোধন ও শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এনডিসি, পিএসি।
বিশেষ অতিথি ছিলেন ল. কর্নেল এম সামসুদ্দিন আহমেদ (অব.), পরিচালক (বিপনণ ও উন্নয়ন), মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিডেট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।