ফারইস্ট ইসলামী লাইফের উন্নয়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ঢাকা নর্থ সার্ভিস সেন্টারের উন্নয়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনে ফারইস্ট টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা নর্থ সার্ভিস সেন্টারের অধীনে ২০১৯ সালের পরিকল্পনা নেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকা নর্থ সার্ভিস সেন্টারের ইনচার্জ এসভিপি মো. মাহবুবুর রহমান সরকার। প্রধান অতিথি ছিলেন ঢাকা ডিভিশনের ইনচার্জ এসইভিপি মো. সাইদুল আমিন।

সভায় উত্তরা জোনের ইনচার্জ মো. আব্দুল রউফ, মিরপুর জোনের ইনচার্জ মো. কামাল উদ্দিন, সিটি জোনের ইনচার্জ মো. আলাউদ্দীন চৌধুরীসহ ঢাকা নর্থ সার্ভিস সেন্টারের অধীনে সকল সাংগঠনিক অফিসের ইনচার্জ উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ব্যবসা পর্যালোচনায় মিরপুর জোনে প্রথম হয়েছেন মিরপুর সাংগঠনিক অফিসের ইনচার্জ মো. সোহেল আলম। সিটি জোনে প্রথম হয়েছেন আমজাদ হোসেন ও উত্তরা জোনে প্রথম হয়েছেন উত্তরা সাংগঠনিক অফিসের ইনচার্জ আব্দুল আলী মোল্লা।

এছাড়া ২০১৯ যারা ব্যবসায়ে সফল হয়েছেন তাদের নিয়ে ভারত সফরে যাওয়ার পরিকল্পনা নেয়া হয়। ডিসেম্বর ক্লোজিং টার্গেট যারা পূরণ করেছেন, তাদের নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত হয়।