সানলাইফের একক বীমা প্রকল্পের মৃত্যুদাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্পের গ্রাহক মৃত মো. সাহাব উদ্দিন চৌধুরীর মৃত্যুদাবির ৫০ হাজার টাকার চেক তার নমিনি নূর আবজাল বেগম-এর ক্ষমতাপ্রাপ্ত ছেলে মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী-কে হস্তান্তর করা হয়েছে।
কোম্পানির প্রধান কার্যালয়ে চেকটি হস্তান্তর করেন মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (ব্যবসায় উন্নয়ন) এস. এম. আসলাম রেজা, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সিনিয়র এএমডি ড. আ. ই. ম. নেছার উদ্দিন এবং একই প্রকল্পের হিসাব বিভাগের ইনচার্জ ও সিনিয়র ডিজিএম রাজীবুল হাসান প্রমুখ।