বীমা সচেতনতায় গার্ডিয়ান লাইফ ও ওয়ালটনের বিশেষ আয়োজন

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি গার্ডিয়ান লাইফ ও ওয়ালটনের যৌথ উদ্যোগে জীবন বীমা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বসুন্ধরার ভাটারায় ওয়ালটনের কর্পোরেট অফিসে দুইদিন ব্যাপী বীমা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ওয়ালটনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জীবন বীমা সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করা হয় এবং পাশাপাশি ইজি লাইফের (ডিজিটাল ইন্স্যুরেন্স) বিভিন্ন দিক তুলে ধরা হয়।

জীবনের বিভিন্ন ঝুঁকিতে পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিতের জন্য বীমার গুরুত্ব, পারিবারিক ও ব্যক্তিগত জীবনে বীমার সুবিধাবলি এবং বিস্তারিত তথ্য অনুষ্ঠানে তুলে ধরা হয়। ওয়ালটনের কর্মীদের জন্য গার্ডিয়ান লাইফের ইন্স্যুরেন্স এর প্রতনিধিগণ ব্যক্তিগত প্রয়োজনীয়তা মাফিক জীবন বীমার পণ্য সম্পর্কিত পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে ওয়ালটনের উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারীসহ আরও উপস্থিত ছিলেন এস.এম জাহিদ হাসান; এক্সিকিউটিভ ডিরেক্টর (পলিসি এইচ.আর.এম এবং এডমিন); মো. তানভির রহমান; এক্সিকিউটিভ ডিরেক্টর; (সাপ্লাই চইেন ম্যানজেম্যান্ট, শিপিং ও লজিস্টিক); ইবনে সিনা; সিনিয়ার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন ম্যানজেম্যান্ট, ইন্স্যুরেন্স)। গার্ডিয়ান লাইফের অন্যান্য কর্মকর্তাসহ আরও উপস্থিত ছিলেন এম এম মনিরুল আলম, (ম্যানেজিং ডিরেক্টর); মাহমুদুর রহমান খান, (হেড অব রিটেইল); ইয়াসনি আরাফাত (ডিজিটাল চ্যানেলের প্রধান), সামিউর রহমান মেহেদি (এসএভিপি)।