জেনিথ ইসলামী লাইফের সঙ্গে সূর্যমুখী লিমিটেডের অনলাইন পেমেন্টের চুক্তি
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সূর্যমুখী লিমিটেডের অনলাইন পেমেন্টের জন্য একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে স্বাক্ষর করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (চ. দা.) এস এম নুরুজ্জামান এবং সূর্যমুখী লিমিটেড এর পক্ষে স্বাক্ষর করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব ফিদা হক।
এ সময় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে আরো উপস্থিত ছিলেন খান আবু রুশদ (নির্বাহী পরিচালক, আইটি), আবদুর রহমান (মহা ব্যবস্থাপক ও কোম্পানি সচিব) এবং সূর্যমুখী লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন মুহাম্মদ তাহের জামিল (জ্যেষ্ঠ ব্যবস্থাপক, ব্যবসা উন্নয়ন) ও ফায়েজ বিন মাহাবুব (সহকারী ব্যবস্থাপক)।
এখন থেকে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সম্মানিত গ্রাহকগণ zenithlifebd.com এর PAY NOW ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এমেক্স কার্ড, নেক্সাস কার্ড, বিকাশ, রকেট ও অন্যান্য অনলাইন পেমেন্ট এর মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা দিয়ে রিসিট নিতে পারবেন।