নিটল ইন্স্যুরেন্স ও রুপালী ইন্স্যুরেন্সের বোর্ডসভা চলতি সপ্তাহে
নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের দু’টি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি দু’টির পক্ষ থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে। কোম্পানি দু’টি হলো- নিটল ইন্স্যুরেন্স ও রুপালী ইন্স্যুরেন্স লিমিটেড। (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে
নিটল ইন্স্যুরেন্স: নিটল ইন্স্যুরেন্সের বোর্ডসভা আগামী ১০ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।
কোম্পানিটি গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২.৬৩ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ২৩.৯৮ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছিল ১.৭২ টাকা।
রুপালী ইন্স্যুরেন্স: রুপালী ইন্স্যুরেন্সের বোর্ডসভা ১১ এপ্রিল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।