প্রযুক্তিগতভাবে এগিয়ে যাচ্ছে মেঘনা লাইফ: নিজাম উদ্দিন আহমদ
ডেস্ক রিপোর্ট: যুগের সাথে তাল মিলিয়ে মেঘনা লাইফ প্রযুক্তিগতভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কোম্পানিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। তিনি বলেন, গ্রাহকরা এখন ঘরে বসেই পলিসির প্রিমিয়ামের বিবরণ জানতে পারছে, প্রিমিয়ামের টাকা জমা করতে পারছে, টাকা জমা হওয়ার সাথে সাথে গ্রাহকরা মোবাইল মেসেজের মাধ্যমে নিশ্চিত হতে পারছে।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক কর্মী সম্মেলনে এসব কথা বলেন নিজাম উদ্দিন আহমদ। গত ৩০ মার্চ থেকে ১ এপ্রিল কক্সবাজারে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। প্রতিযোগিতায় বিজয়ী কোম্পানিটির প্রায় ১৭শ’ মাঠকর্মী এই সম্মেলনে অংশ নেন। এ ছাড়াও কোম্পানির একক বীমা, লোকবীমা, ইসলামী বীমা ডিভিশনের উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
নিজাম উদ্দিন বলেন, প্রযুক্তিগত এ সুবিধার ফলে জীবন বীমার ক্ষেত্রে অসাধু বীমা কর্মীদের প্রতারণার সুযোগ কমে আসছে। এতে বীমা শিল্পের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ফিরে আসছে। তিনি আশা প্রকাশ করেন সেদিন বেশি দূরে নয়, যেদিন মানুষ বীমা কর্মীদের সম্মান করে ডেকে এনে স্ব-ইচ্ছায় পলিসি করবে। আর এভাবে খুব শিগগিরই বীমা শিল্প জাতীয় অর্থনীতিতে অধিকতর ভূমিকা রাখতে সক্ষম হবে।
মেঘনা লাইফের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, স্বল্পতম সময়ে দ্রুত দাবী পরিশোধ করে মেঘনা লাইফ পলিসিহোল্ডারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সাফল্যের এই ধারাবাহিকতা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সততা ও নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে বীমার উপকারিতা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য তিনি বীমাকর্মীদের প্রতি আহবান জানান।
সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত জোন ও শাখা ইনচার্জদের সভায় প্রধান অতিথি কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ ২০১৮ সালে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, মেঘনা লাইফ ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজার ৫৬৫ জনকে মেয়াদোত্তীর্ণ ও ২২ হাজার ২১৮ জনকে মৃত্যুদাবীসহ দাবি খাতে ১ হাজার ৯৬১ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করেছে।
মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (বিপণন ও উন্নয়ন) এম সামসুদ্দিন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডিএস তাইফুল ইসলাম, ডিএমডি এবং সিএফও মো. তারেক এফসিএ, ডিএমডি (উন্নয়ন) মো. আবুল বাশার, ডিএমডি (উন্নয়ন) মো. রকিবুল হাসান সুমন, নির্বাহী পরিচালক (বিপণন ও উন্নয়ন-প্রশাসন) মো. ফারুক আহমেদ সিদ্দিকী, যুগ্ম নির্বাহী পরিচালক (লোকবীমা) মিঞা মো. মশিউর রহমান, যুগ্ম নির্বাহী পরিচালক (ইসলামী বীমা-তাকাফুল) মো. নিজাম উদ্দিন আনিস প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)