প্রাইম ইন্স্যুরেন্স ও ইউনিভার্সেল মেডিকেলের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সম্প্রতি কর্পোরেট হেলথ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, প্রাইম হেলথ প্ল্যানের গ্রাহকরা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড থেকে বিশেষ ছাড় এবং নগদহীন সুবিধা পাবেন।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অফ অপারেশন সৈয়দ মনিরুল হক এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আশিষ কুমার চক্রবর্তী উক্ত অনুষ্ঠানে নথিপত্রের বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সুজিত কুমার ভৌমিক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবসা উন্নয়ন বিভাগের ডেপুটি ম্যানেজার রাজীব আলম চৌধুরী, কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।