গার্ডিয়ান লাইফ ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে গ্রুপ বীমা চুক্তি
ডেস্ক রিপোর্ট: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (আইডিসি) এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় আইডিসি’র কর্মীরা লাইফ কভারেজ এবং মেডিকেল বেনিফিট (আইপিডি এবং ওপিডি) উপভোগ করবেন। প্রায় ১০৯ কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবার সদস্য এই চুক্তির আওতায় আসবে।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং আইডিসি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।
গার্ডিয়ান লাইফের এসভিপি ও হেড অফ সেলস মাহমুদ আফসার ইবনে হোসেন, সিনিয়র অফিসার (করপোরেট সেলস) মাহবুব মোর্শেদ নাইম, সিএসডি সিনিয়র অফিসার মো. সাইফুল ইসলাম এবং আইডিসি পরিচালক আবু সুফিয়ান রাজু, ম্যানেজার (বাণিজ্যিক ও কমপ্লায়েন্স) নাজমুল হুদা নাদিম, সহকারী ব্যবস্থাপক (হিউম্যান রিসোর্স) আহমেদ রায়হান আমীন স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।