ডিজিটাল পদ্ধতিতে প্রিমিয়াম সংগ্রহ শুরু চার্টার্ড লাইফে

ডেস্ক রিপোর্ট: ডিজিটাল পদ্ধতিতে প্রিমিয়ামের টাকা সংগ্রহ শুরু করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। এ লক্ষ্যে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন পদ্ধতি ‘নগদ’ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বীমা কোম্পানিটি। এর ফলে বীমা গ্রাহকরা এখন থেকে খুব সহজে নগদ এর মাধ্যমে প্রিমিয়ামের টাকা কোম্পানিতে জমা দিতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার্টার্ড লাইফ এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার্টার্ড লাইফের পক্ষে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) এসএম জিয়াউল হক, ডিমডি মোহাম্মদ এমদাদ উল্লাহ, সিএফও মো. মনজুর আহাম্মদ এবং নগদ এর পক্ষে চিফ সেলস অফিসার শেখ আমিনুর রহমান এবং চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহমেদ উপস্থিত ছিলেন।