পপুলার লাইফের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু ভলিবল লীগ ২০২০ উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ভলিবল স্টেডিয়াম ঢাকায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ ২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও সদস্য মোস্তফা কামাল, বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ কমিটির সেক্রেটারী সিরাজুল ইসলাম, পপুলার লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা।
এছাড়া ফেডারেশনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোট ১০ টি দল নিয়ে বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ ২০২০ শুরু হয়েছে। (সংবাদ বিজ্ঞপ্তি)