কক্সবাজারে গার্ডিয়ান লাইফের সেলস কনফারেন্স
ডেস্ক রিপোর্ট: ‘অদম্য গার্ডিয়ান’ স্লোগানে ৭ ও ৮ মার্চ কক্সবাজারের হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হয়ে গেলো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেডের সেলস কনফারেন্স। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী (গার্ডিয়ান লাইফের স্পন্সর ও পৃষ্ঠপোষক) ফোন কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কনফারেন্সটির উদ্ভোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএমমনিরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শোভাবর্ধন করেন। রিটেইল ব্যবসায়ের প্রধান মাহমুদুর রহমান খান দু’দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল করিম, চীফ ফিনান্সিয়াল অফিসার শেখ রাকিবুল করিম, হেড অফ মার্কেটিং রুবাইয়াত সালেহীন, মানবসম্পদ উন্নয়ন বিভাগ প্রধান হাবিব হাসান চৌধুরীসহ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদসম্পন্ন অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে এম এম মনিরুল আলম ২০১৯ সাল জুড়ে সংঘটিত হওয়া প্রতিষ্ঠানের প্রসার, উন্নয়ন এবং গঠনমূলক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা কমিটি, শাখা প্রধান, ব্রাঞ্চ ম্যানেজারসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এই উন্নয়নের ধারা ২০২০ সালেও বহাল থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
কনফারেন্সের একটি বড় অংশ জুড়েই বছরব্যাপী উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে ব্রাঞ্চ ম্যানেজারদের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৯ সালের সেরা পারফর্মার পুরষ্কার বিতরণ করা হয় একটি চমৎকার ফটো সেশনের মাধ্যমে। সমাপনী বক্তব্যে এম এম মনিরুল আলম বলেন, গার্ডিয়ান লাইফ বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরের উন্নয়নের মশাল হাতে নিয়ে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আত্মবিশ্বাসী। নিবেদিত গ্রাহক সেবা, সৃজনশীল এবং নিত্যনতুন অর্থনৈতিক সেবা এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে ইন্স্যুরেন্সের প্রতি দেশের সাধারণ মানুষের প্রথাগত ধারণা পরিবর্তনে গার্ডিয়ান লাইফ প্রতিশ্রুতিবদ্ধ। মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক পরিবেশনা এবং র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি টানা হয়।